‘লাইভ টিভি সম্প্রচারে আইএসপি-দের বাধা নেই’

২৭ আগষ্ট, ২০২৪ ১৪:৪৭  

অনলাইনে লাইভ টিভি ফিড সম্প্রচারে (লিনিয়ার) আইএসপি’দের কোনো বাধা নেই। এটা কারা বন্ধ করেছে তা জানে না সরকার। তাই আইএসপি’গুলো ওটিটি চালাতে পারে। বিটিআরসি’র আইনেই এই অধিকার তাদের আছে। তারপরও কাদের জন্য হঠাৎ করেই এটা বন্ধ হয়ে গেলো তার কারণ অনুসন্ধান করবে নিয়ন্ত্রক সংস্থা।

এজন্য শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম। মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি।

বৈঠকে কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেছেন, আইএসপি-দের বলা হয়েছে ইন্টারনেটে লিনিয়ার টিভি সম্প্রচারের জন্য। আমাদের পক্ষ থেকে আইনগত বা কোনভাবেই বন্ধ করা হয়নি। তাই এই সেবাটি কারা কিভাবে বন্ধ করেছে সেটা খুঁজে বের করা দরকার।

মঙ্গলবার রাজধানী ঢাকার শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকায় অবস্থিত বিটিআরসি ভবনের চেয়ারম্যানের বৈঠকখানায় এই এসব আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দি আহমেদ অভিযোগ করেন, ‘আকাশ’ সিন্ডিকেট ব্যবসায়ী এবং তার সাথে যুক্ত কতিপয় ক্যাবল ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে ইন্টারনেট পরিষেবার অন্যতম অনুষজ্ঞ লিনিয়ার টেলিভিশন ফিড বন্ধ করা হয়েছে। এই পরিষেবা সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বেক্সিমকো ও তার সহযোগী কতিপয় ক্যাবল সিন্ডিকেট ব্যবসায়ী। সেই সাথে রাষ্ট্রকে বঞ্চিত করেছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় থেকে।

এসময় সংগঠনের তথ্য ও দপ্তর সম্পাদক শেখ ফরিদ ও বিটিআরসি’র উপ-পরিচালক জাকির হোসাইন খান উপস্থিত ছিলেন।

এর আগে আকাশ ক্যাবল সিন্ডিকেট বন্ধ করে ইন্টারনেট ব্যবহারকারীদের ওটিটি প্লাটফর্মে লিনিয়ার টিভি সম্প্রচারের দাবিতে লিনিয়ার টিভি সম্প্রচারের দাবিতে একটি স্বারকলিপি দেয় গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।সংগঠনের পক্ষ থেকে মোবাইল ডিভাইসে ইন্টারনেটের মাধ্যমে ওটিটি প্লাটফর্মে লিনিয়ার টিভি পুনরায় উন্মুক্ত করতে অন্তত অন্তবর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগ উপদেষ্টা সেই সাথে টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন নিকট দাবির পক্ষে ৭টি ব্যাখ্যা উপস্থাপন করা হয়।